বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি 2020 প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগ প্রশ্ন। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগ পরিক্ষার প্রশ্ন। সেতু মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০। সেতু মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি 2020। সেতু বিভাগ নিয়োগ ২০২০। Bangladesh setu kortripokkho job circular 2020. Bangladesh Bridge Authority Job Circular 2020. সেতু ভবন বনানী।
পদবীঃ সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)
খালিপদঃ ১০ টি
শিক্ষাগত যোগ্যতা
কোন স্বীকৃত বোর্ড হতে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ০৪ বছর মেয়াদি ডিপ্লোমা।
বেতনঃ ১৬,০০০-৩৮,১৪০ টাকা।
পদবীঃ সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)
খালিপদঃ ০১ টি
শিক্ষাগত যোগ্যতা
কোন স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ০৪ বছর মেয়াদি ডিপ্লোমা।
বেতনঃ ১৬,০০০-৩৮,১৪০ টাকা।
আবেদনের শেষসময়ঃ আগামী ২৮ জুলাই ২০২০ তারিখ সকাল ১০.০০ টা থেকে শুরু হয়ে ৩১ আগস্ট ২০২০ তারিখ বিকাল ৫.০০ টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের শর্ত ও নিয়ম
- ৩১ আগস্ট ২০২০ তারিখে প্রার্থীর বয়সসীমা অনুর্দ্ধ ৩০ বছর হতে হবে। মুক্তিযােদ্ধা / শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা অনুর্দ্ধ ৩২ বছর। তবে মুক্তিযােদ্ধা / শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যাদের ক্ষেত্রে বয়সসীমা অনুর্ধ ৩০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনাে প্রকার এফিডেভিট গ্রহণযােগ্য হবে না।
- সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
- নিয়ােগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান প্রতিপালিত হবে।
- আবেদনকারী বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইট www.bba.gov.bd তে প্রবেশ করে e-Recruitment menu
https://eservice.bba.gov.bd/recruitment/-এর মাধ্যমে আগামী ২৮ জুলাই ২০২০ তারিখ সকাল ১০.০০ টা থেকে শুরু হয়ে ৩১ আগস্ট ২০২০
তারিখ বিকাল ৫.০০ টা পর্যন্ত আবেদন করতে পারবেন। - আবেদনপত্রে প্রার্থীকে তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ pixel) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলােড
করতে হবে। ছবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৫০ kb-এর মধ্যে হতে হবে; - নির্ভুলভাবে আবেদনপত্র Submit করার পর প্রার্থী ছবি ও স্বাক্ষরযুক্ত একটি Auto Generated Registration Card পাবেন। সফলভাবে আবেদন
করার পর আবেদনকারীর মােবাইলে এসএমএস ও ইমেইলে (যদি দেয়া হয়ে থাকে) একটি User ID ও Password প্রেরণ করার হবে। উক্ত রেজিস্ট্রেশন
কার্ডে ফি পরিশােধের নির্দেশনা দেয়া থাকবে। রেজিষ্ট্রেশন কার্ডটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে। - প্রার্থীকে সফলভাবে আবেদনপত্র Submit করার ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে বিকাশের (bKash) মাধ্যমে পরীক্ষার ফি বাবদ (অফেরতযােগ্য) প্রতিটি পদের জন্য ৫০০.০০ টাকা এবং অনলাইন ফি বাবদ ১০.০০ টাকাসহ সর্বমােট ৫১০.০০ (পাঁচশত দশ) টাকা পরিশােধ করতে হবে। আবেদন করার ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে ফি পরিশােধে ব্যর্থ হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
- User ID ও Password দিয়ে প্রার্থী নিজস্ব তথ্য উক্ত ওয়েবসাইট লিঙ্ক হতে পুনরুদ্ধার করতে পারবেন।
- বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের Website এবং প্রার্থীর মােবাইল (Mobile) ফোনে SMS এর মাধ্যমে (শুধু যােগ্য প্রার্থীদেরকে) পরীক্ষার তারিখ, স্থান ও
সময় জানিয়ে দেয়া হবে।