Engineer সহ আরো তিনটি পদে (সায়েন্টিফিক অফিসার, মেডিকেল অফিসার, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার) নিয়োগ দেবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন।
(১) পদের নামঃ সায়েন্টিফিক অফিসার
শিক্ষাগত যোগ্যতা
সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি হতে পরবর্তী
পরীক্ষাসমূহে তিনটি প্রথম বিভাগ / শ্রেণীর
এমএসসি ডিগ্রী। এমএসসি-তে থিসিস আবশ্যক। কোন পর্যায়ে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়।
খালি পদঃ ০৩ টি
(২) পদের নামঃ Engineer (Electrical and Electronics Engineering / Power Engineering)
শিক্ষাগত যোগ্যতা
সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি হতে পরবর্তী।
পরীক্ষাসমূহে প্রথম বিভাগ / শ্রেণীসহ BSc
Engineering ডিগ্রী। কোন পর্যায়ে তৃতীয় শ্রেণী গ্রহণযােগ্য নয়।
খালি পদঃ ০১ টি
(৩) পদের নামঃ Medical Officer
শিক্ষাগত যোগ্যতা
SSC অথবা HSC তে প্রথম বিভাগসহ
কমপক্ষে ৬০% নম্বরপ্রাপ্ত এমবিবিএস ডিগ্রীধারী
হতে হবে। নিউক্লিয়ার মেডিসিন বিষয়ে অভিজ্ঞ/ ডিগ্রীধারী প্রার্থীগণকে অগ্রাধিকার দেয়া হবে।
খালি পদঃ ০৪ টি
(৪) পদের নামঃ Sub-Assistant Engineer
শিক্ষাগত যোগ্যতা
এসএসসি/এইচএসসি-তে ভাল ফলাফলসহ
Electrical and Electronics Engineering–
এ প্রথম শ্রেণীর Diploma।
খালি পদঃ ০১ টি
আবেদনের শর্তঃ
- অ্যাপিয়ার্ড প্রার্থীদের আবেদনের প্রয়োজন নাই।
- আবেদন পত্রের সাথে ৫০০ টাকা (অফেরৎযোগ্য) পোস্টাল কার্ড/ব্যাংক ড্রাফট করে পাঠাতে হবে।
- আবেদন পত্রের সাথে ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, সকল প্রকার সার্টিফিকেট ও মার্কশিটের ফটোকপি পাঠাতে হবে।
- নির্বাচনী পরিক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লিখিত ও মৌখিক পরিক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার যাতায়াত ভাতা প্রদান করা হবে না।
- ১০ টাকা মুল্যের ডাকটিকেট সহ ফেরত খাম আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে।
- নিয়োগের ক্ষেত্রে কোন সুপারিশ গ্রহন করা হবে না।
- সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকলে সেইসব প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন পদ্ধতিঃ কমিশনের নির্ধারিত চাকরির আবেদন ফরমে আবেদন দাখিল করতে হবে। আবেদন ফরমের নমুনা অফিসের website:
www.baec.gov.bd থেকে ডাউনলােড করা যাবে বা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রধান কার্যালয়ের নােটিশ বাের্ডেও পাওয়া যাবে।
শেষ সময়ঃ আবেদনপত্র আগামী ২৫/০৩/২০২০ খ্রি. তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জিইপি / রেজিষ্ট্রি ডাক / কুরিয়ার সার্ভিসযােগে সচিব, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, পরমাণু ভবন, ই-১২/এ, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবর পৌছাতে হবে। নির্ধারিত
তারিখ উত্তীর্ণের পর ডাকযােগে বা অন্য কোন ভাবে প্রাপ্ত আবেদনপত্র গ্রহণ করা হবে না।