প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে জানানো হয়েছে, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে যে সাধারণ ছুটি চলছে- তা শেষ হওয়ার পর প্রাথমিকের প্রথম সাময়িক পরীক্ষা নেয়া হবে।শনিবার গণমাধ্যমকে এ কথা জানান প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ্। sae moreover
মহাপরিচালক বলেন, করোনার কারণে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত ঘোষিত ছুটিতে সব শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ থাকবে। এ অবস্থায় প্রাথমিকের প্রথম সাময়িক পরিক্ষা নেয়ার সুযোগ নেই। তবে ছুটি না বাড়লে ছুটি শেষে ঈদের পর প্রাথমিকের প্রথম সাময়িক পরীক্ষা নেয়া হবে। sae moreover
[su_quote]প্রতি পরিবার থেকে একজনের সরকারি চাকরি[/su_quote]
প্রথম সাময়িক পরিক্ষা বাতিল করা হয়নি জানিয়ে তিনি আরও বলেন, ছুটির কারণে পরীক্ষাটি নেয়া যাচ্ছে না। পরিস্থিতি বিবেচনা করে ছুটির পর পরীক্ষা নেব। ছুটি শেষ হলে অবশ্যই পরিক্ষা নেয়া হবে। পরীক্ষাটি পরে নিলে কোনো সমস্যা হবে না। sae